দেশজুড়ে

শ্রীপুরে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৬:২৪:২০ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সর্তক হোন এই স্লেগানকে সামনে রেখে শ্রীপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলার পৌর জাতীয় পার্টির সভাপতি সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার  অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত ১ সপ্তাহ ধরে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে (৪নং ওর্য়াড) পাড়া মহল্লায় সামাজিক দুরুত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করছেন।  সকাল ও রাতে এসব খাদ্য সামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হচ্ছে। পৌর জাতীয় পার্টির সভাপতি সাবেক কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল বলেন, পৌর এলাকার (৪নং ওয়ার্ডে) ১ হাজার কর্মহীন পরিবারের তালিকা তৈরী করা হয়। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর প্রতি পরিবারে পাঁচ কেজি চাউল, দুই কেজি আলু, এক লিটার ভোজ্য তৈল, এক কেজি ডাল,সাবান,টিস্যু ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনা ভাইরাসে কর্মহীন অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী আমার ব্যক্তিগত উদ্যোগে দেয়া হচ্ছে। আমি সব সময় গরীব দুঃখী মানুষের পাশে ছিলাম এবং থাকবো প্রয়োজনে করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে যতক্ষন পর্যন্ত মানুষ মুক্তি না পাবে ততক্ষন পর্যন্ত আমার ত্রাণ চলমান থাকবে। অপরদিকে গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন (সবুজ) এর সৌজন্যে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ফরিদুপর (নয়নপুর বাজারে) বাড়ির মালিকদের আর্থিক সহযোগিতায় অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোববার সকালে ফরিদপুর এলাকার বাড়ির মালিক রফিক কন্টাকটর,আফির উদ্দিন মাষ্টার,আফসার উদ্দিন,তহুর উদ্দিন,ছয়দুল ইসলাম,মজিবুর রহমান,আমিনুল ইসলাম ও রুবেল মিয়ার যৌথ সহযোগিতায় ২শ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে এসব খাদ্য সামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়েছে। প্রতি পরিবারে পাঁচ কেজি চাউল, আড়াই কেজি আলু, এক কেজি ডাল বিতরণ করা হয়  

 

আরও খবর

Sponsered content

Powered by