দেশজুড়ে

শ্রীপুরে বসতবাড়িতে হামলা, লুটপাট আহত-৫

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৫:৩১:০৬ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: বাবা মারার যাওয়ার আগেই সব জমি বিক্রি করে গেছেন, এখন আর থাকার জমি নেই কোনো রকম স্ত্রী বাচ্চা নিয়ে বনের জায়গায় ছোট একটি টিনের বেড়া দিয়ে বসবাস করে জীবন কাটাচ্ছেন আর এই জায়গা থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দিলেন জাকির হোসেন গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্তের বিরোধের জের ধরে এক সিরামিক্স কারখানার শ্রমিকের বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করে ৫জন পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে

গতকাল শুক্রবার বিকেলে মাওনা ইউনিয়নের বেলতলী (খন্দকার মোড়ে) ঘটনা ঘটে ঘটনায় বেলতলী এলাকার এক্সসিরামিক্স কারখানার শ্রমিক মাজহারুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় ২জনসহ অজ্ঞাত ১৫/২০ উল্লেখ করে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন

অভিযুক্তরা হলো একই এলাকার জাকির হোসেন (৪৫) রাশিদুল ইসলাম(২০) আহতরা হলে,মাজহারুল ইসলাম (৪০),সাবিনা আক্তার(২৯),সাহিনুর বেগম(২৪),সাহেরা খাতুন(৪৮) সিয়াম হোসেন (১০) তাদের কে শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে

থানার অভিযোগ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জাকির হোসেন ১৫/২০জন লোক  লাঠিসোঠা দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত ভাবে আমার বসতবাড়িতে প্রবেশ করে ব্যাপক হামলা চালিয়ে ঘরের টিনের ভেড়া রামদা দিয়ে কোপিয়ে তছনছ করে ফেলে ঘরের ভিতরে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের ভিতরে সুকেসের ড্রয়ারে শুশুর বাড়ি থেকে জমি বিক্রির  লাখ টাকা নিয়ে যায় বলে তিনি দাবী করেন

তবে জাকির হাসেন টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন সময় বাধা দেয়ায় জাকির হোসেন তার লোকজন নিয়ে লাঠি দিয়ে মাজহারুলের শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে ব্যাপক নীলাফুলা জখম করেন ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক মিটার টিনের ঘরের ভেড়া দুটি প্লাষ্টিকের চেয়ার এলোপাথারী কোপিয়ে আসবাবপত্র ভেঙ্গে প্রায় লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবী করছে বলে তিনি দাবী করেন

অভিযুক্ত জাকির হোসেন বলেন মারধর এবং বসতবাড়িতে হামলার কথা স্বীকার করলে টাকার নেয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবী করেন

শ্রীপুর থানার (ওসি) লিয়াকত আলী বলেন,বসতবাড়ি হামলা ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by