সিলেট

শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশু হত্যার মূল আসামী আটক

  প্রতিনিধি ১ জুলাই ২০২০ , ৮:২৩:৫৯ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছরের শিশুকে হত্যার দায়ে ইউনুস নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত ইউনুস স্বীকার করেছে, সে চোরের অপবাদ সইতে না পেরে শিশুটিকে দা কুপিয়ে হত্যা করেছে।
গত মঙ্গলবার উপজেলার বিলাশছড়া চা বাগানে এই হত্যাকান্ড ঘটে। নিহত শিশুটির নাম রিমন গড় (৫) । সে ওই বাগানের শিবু গড়’ এর ছেলে। বুধবার মৌলভীবাজার জেলা আদালতে প্রেরন করলে, সে আদালতে খুন করার বিয়য়ে ১৬৪ধারায় স্বীকারক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, ইউনুসকে বেশ কিছু মাস আগে শিবু রামের রিক্সার ব্যাটারি চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় ইউপি মেম্বার। কিন্তু সে টাকাটা দিতে পারে নি। তাকে প্রায়ই শিবরামের পরিবারের লোকজনেরা তাকে চোর বলে সম্মোধন করতো। এই অপমানের কারনেই সে (৩০ জুন) মঙ্গলবার দুপুর ৩টার দিকে শিশুটিকে পাখি শিকার করার কথা বলে চা বাগানে নিয়ে যায় এবং সেখানে দা দিয়ে কুপিয়ে শিশুটিকে খুন করে। ইউনুসকে মৌলভীবাজার আদালতে প্রেরন করলে সেখানে সে এই স্বীকারক্তিমুলক জবানবন্দি দেয়।
শিশুর লাশ উদ্ধার করার পর (বুধবার) ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Powered by