দেশজুড়ে

সাংসদ ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই ফজলে রাব্বি চৌধুরীর নামাজে জানাযা অনুষ্টিত

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৪:৩০:৫৮ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় প্রভাবশালী নেতা ও প্রাদেশিক আইন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মরহুম জননেতা এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর মেঝ সন্তান ও রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি’র মেঝ ভাই ফজলে রাব্বি চৌধুরী (মানিক) এর নামাজে জানাযা শুক্রবার বেলা আড়াইটায় গহিরা এজে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের ইমামতি ও দোয়া, মোনাজাত পরিচালনা করেন করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী।

জানাজায় সাংসদ ফজলে করিম চৌধুরী, ফজলে শহীদ চৌধুরী, রাউজান উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যগণ, আত্নীয়-স্বজন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বসহ বেশ কয়েকটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জানাজার নামাজের পূর্বে ফজলে রাব্বি চৌধুরীর স্মৃতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ।

উল্লেখ্য, ফজলে রাব্বি চৌধুরী ৪ জুন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জানাজার নামাজ শেষে ফজলে রাব্বি চৌধুরীর মরদেহ গহিরাস্থ নিজ বাড়ির বক্স আলী চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by