রংপুর

সাদুল্যাপুরে লকডাউনে বিদ্যুৎ বিভাগের ব্যতিক্রমী সেবা

  প্রতিনিধি ৫ জুলাই ২০২১ , ৮:০৭:৫৭ প্রিন্ট সংস্করণ

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :

করোনা ভাইরাস বিস্তাররোধে লকডাউন কার্যকর করতে ব্যতিক্রমী সেবা দেওয়া শুরু করেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পল্লী বিদ্যুৎ বিভাগ। এই সময়ে বিদ্যুৎ বিল পরিশোধের অজুহাতে কোন গ্রাহককে আসতে হবেনা ব্যাংকে কিংবা বিদ্যুৎ অফিসে। গ্রাহকদের সুরক্ষায় রাখতে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনই বাড়িতে যাবে বিল গ্রহণের জন্য। তাই এখন ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করছেন এখানকার বিদ্যুৎ গ্রাহকরা।

জানা গেছে, সাদুল্যাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ বিভাগের গ্রাহক সংখ্যা ৭৯ হাজার পরিবার। এই গ্রহকরা বিদ্যুৎ বিল পরিশোধের জন্য স্থানীয় ব্যাংক কিংবা পল্লী বিদ্যুৎ অফিসে আসেন। বর্তমান লকডাউনের সময়ে অনেকেই বিদ্যুৎ বিলের কপি হাতে নিয়ে বাড়ির বাহিরে আসেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে অনেকেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। তাই বিদ্যুৎ গ্রাহকদের ঘরে রাখার উদ্দেশ্যে পল্লী বিদ্যুৎ বিভাগ ব্যতিক্রমী সেবা কার্যক্রম শুরু করেছে।

সাদুল্যাপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোজাম্মেল হক জানান, বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে বিদ্যুৎ বিল নেওয়ার জন্য গ্রাহকের বাড়ি যাচ্ছে বিদ্যুৎ কর্মীরা। বিল গ্রহনের এই উদ্যোগে ব্যাপক সারা দিয়েছেন গ্রাহকরা। বাড়িতে থেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পেরে গ্রাহকরা খুসি হয়েছেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by