রাজশাহী

সাপাহারে আমের মৌসুমে যানজট নিরসনে মতবিনিময় সভা

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২ , ৯:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে আমের মৌসুমে উপজেলার জিরো পয়েন্ট ও তৎসংলগ্ন রাস্তার যানজট নিরসনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে যানজট নিরসনের জন্য উপজেলার আম আড়তদার ব্যবসায়িক সমিতি, আম চাষি, বাগান মালিক, স্থানীয় রাজনৈতিক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আ.লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী। আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজা, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, আম চাষি সমিতির সভাপতি মোতাহার চৌধুরী, আম আড়তদার ব্যবসায়িক সমিতির সভাপতি কার্তিক সাহা প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by