বাংলাদেশ

সারা দেশে শাটডাউনের প্রস্তুতি আছে সরকারের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ২৪ জুন ২০২১ , ৭:৫২:০৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন।

বৃহস্পতিবার তিনি বলেন, সারা দেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে।  আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে বলেও তিনি জানিয়েছেন।

সরকার করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সারা দেশে ১৪ দিনের ‘শাটডাউনের’ সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশে কোভিড-১৯ এর সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা হয়।

আরও খবর

Sponsered content

Powered by