রাজশাহী

সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৫:৫৪:০৯ প্রিন্ট সংস্করণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনশ’ শিশুকে চিকিৎসা, ওষুধ ও শিশুর মায়েদের ১০ প্রকার সবজির বীজ দিয়েছেন সিংড়া পৌরসভার মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয়ে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু’র সার্বিক তত্ত¡াবধানে তিনশ শিশুকে চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. ইমদাদুল হক দুলাল। এসময় চিকিৎসা নিতে আসা শিশুর মায়েদের ১০ প্রকার সবজির বীজ দেয়া হয়। এসময় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামী, মাহমুদুর রহমান, ফয়সাল হোসেন, মাহফুজ আহমেদ মিঠু, শফিকুল ইসলাম, মো. তারেক, সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

Powered by