দেশজুড়ে

সিংড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ১১:৩৪:৫২ প্রিন্ট সংস্করণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় খরিপ-২/২০২০-২১ অর্থ বছরে মাসকালাই ও সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বরে এই বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি । অনুষ্ঠানে ৮০জন কৃষকের মাঝে মাসকালাই বীজ এবং ৬০০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরিন বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর সভার মেয়র জান্নাতুল ফেরদৌস, কৃষি অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ ।

আরও খবর

Sponsered content

Powered by