আন্তর্জাতিক

সিঙ্গাপুরে আর ৭ দিন থাকতে পারবেন গোতাবায়া

  প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৫:২১:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

তীব্র বিক্ষোভের মধ্যে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরের দিন সেখান থেকে যান সিঙ্গাপুরে। এখন তিনি সেখানেই রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পর রাজাপাকসেকে ১৪ দিনের ভিজিট পাস দেয় দেশটি। তার সাত দিন কেটে গেছে। ওই ভিসায় এখন তিনি সেখানে আর সাত দিন থাকতে পারবেন।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, গত ১৪ জুলাই ‘ব্যক্তিগত সফরে’ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে সিঙ্গাপুর ১৪ দিনের স্বল্পমেয়াদী সফরের পাস দিয়েছে।

রাজাপাকসের সিঙ্গাপুর সফর সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, আগমনের পর রাজাপাকসেকে স্বল্পমেয়াদী ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়।

তারা আরও জানায়, শ্রীলঙ্কা থেকে যেসব দর্শনার্থী ভ্রমণের জন্য সিঙ্গাপুরে প্রবেশ করেন, তাদের সাধারণত ৩০ দিন পর্যন্ত একটি এসটিভিপি দেওয়া হয়। যাদের সিঙ্গাপুরে থাকার জন্য মেয়াদ বাড়ানো দরকার তারা তাদের এসটিভিপির এক্সটেনশনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

আরও খবর

Sponsered content

Powered by