রাজশাহী

সিরাজগঞ্জে ভাসানী‘র জন্ম ও মৃত্যু বার্ষিকী রাস্ট্রিয় করার দাবীতে স্মারক লিপি প্রদান

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৭:০৩:৩০ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ ভুমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী‘র ১২ ডিসেম্বর ১৪২তম শুভ জন্মদিন পালন উপলক্ষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী‘র জন্ম ও মৃত্যু বার্ষিকী রাস্ট্রিয় ভাবে পালন করার দাবীতে র‌্যালী, আলোচনা সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি‘র ব্যবস্থাপনায় র‌্যালী শেষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী‘র জন্মস্থান উত্তর সয়াধানগড়া ফুলবাড়ি গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি ঢাকা এর প্রধান উপদেষ্টা ইকবাল আমিন। বাংলাদেশ ভুমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মেরাজ মোল্লা‘র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি‘র সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ ভুমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী। কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ ভুমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বাবু‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি‘র সাংগঠনিক বিষয়ক উপদেষ্টা নয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান পারভেজ বুলবুল, প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ মারুফ সরকার, কার্যকরী সদস্য অধ্যাপক ছামিউল ইসলাম রাসু, আব্দুল্লাহ আল হোসাইন, লিটন হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে মজলুম জননেতার জন্ম ও মৃত্যু বার্ষিকী রাস্ট্রিয় ভাবে পালন করার দাবীতে এবং ভাসানী‘র স্মৃতিবিজরীত জন্মস্থান উত্তর সয়াধানগড়া ফুলবাড়ি গ্রামে সমাজকল্যান মোড়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী‘র ভাস্কর্য স্থাপনের দাবীতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।

 

Powered by