দেশজুড়ে

সিলেটে পূর্বশত্রæতার জের ধরে যুবক খুন

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫০:৪১ প্রিন্ট সংস্করণ

সিলেট ব্যুরো : পূর্বশত্রুতার জের ধরে খুন হওয়া সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামে তানভীর আহমদকে (১৯) হারিয়ে পাগল পারা তার মা-বাবা। বার বার মূর্ছা যাচ্ছেন তারা। দুই ছেলের মধ্যে বড় ছিলো তানভীর। তার আরেক ভাই প্রতিবন্ধী। এছাড়া তানভীরের আরো দুটি বোন রয়েছে। সম্প্রতি লেখাপড়া বাদ দিয়ে সে পরিবারের হাল ধরতে ড্রাইভিং শিখছিলো। কিন্তু বুধবার বিকেলে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে রাতে মারা যায় তানভীর। যে কারণে পরিবারের হাল ধরা আর তার হলো না। তানভীরের মামা বিলাল মিয়া জানান, গত বুধবার বিকাল ৫ টার দিকে ছালেহপুর গ্রামের লিটন লন্ডন জামে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলো ছালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে তানভীর। স্থানীয় আব্দুল গনির বাড়ীর সামনে আসামাত্র পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের ভাই আব্দুল গণির ছেলে তাওহীদসহ অন্যরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে তানভীর দৌড়ে গিয়ে নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে আবার ২য় দফায় তার উপর হামলা চালানো হয়। একপর্যায়ে তানভীর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসেন। এসময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত তানভীরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বুধবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানভীর। তিনি আরো জানান, শফিক মিয়ার দুই ছেলের মধ্যে তানভীরই ছিলো উপার্জনক্ষম ব্যক্তি। লেখাপাড়া বাদ দিয়ে সে সম্প্রতি পরিবারের হাল ধরতে ড্রাইভিং শিখছিলো। অন্য ছেলে প্রতিবন্ধী। শফিক মিয়ার আরো দুই মেয়ে রয়েছেন। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল পারা হয়ে আছেন তানভীরের মা-বাবা। তানভীরের খালাতো ভাই কয়েছ আহমদ জানান, আমার নিরাপরাধ ভাইকে যারা হত্যা করেছে, সুষ্টু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার অপচেষ্টা চলছে, এজন্য তিনি প্রকৃত দোষীদের দ্রæত আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এয়ারপোর্ট থানার ওসি এস এম শাহাদত হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তানভির নামের এক ছেলে নিহত হয়েছে। বুধবার প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এরপর ওইদিন রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by