দেশজুড়ে

সিলেট সীমান্তে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

  প্রতিনিধি ২২ মে ২০২১ , ৮:০৪:০৬ প্রিন্ট সংস্করণ

সিলেট ব্যুরো:

সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশী নাগরিক কর্তৃক অন্যান্য আন্ত:সীমান্ত অপরাধ রোধকল্পে অসহায় ও হতদরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সিলেট। গতকাল শনিবার সকাল থেকে অসহায় পরিবারগুলোর মধ্যে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফট্যান্টে কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় সীমান্ত হত্যা, সীমান্ত অপরাধ রোধকল্পে অসহায় ও গরীব পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, আধা লিটার তৈল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by