দেশজুড়ে

সীতাকুণ্ডে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৩:১৮:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম (সীতাকুণ্ড) প্রতিনিধি : সীতাকুণ্ডে আরো একজনের শরীরে করোনা সংক্রামণ রির্পোট পজেটিভ এসেছে। তার বয়স (৩৫)। তিনি কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি লক্ষীপুর। তিনি উপজেলার জোড়আমতল এলাকার মোমিন চৌধুরী'র বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের প্রধান কর্মকর্তা ডাক্তার মোঃ নুরউদ্দিন রাশেদ বলেন, আক্রান্ত ব্যক্তি গত ৩০ এপ্রিল শরীরে জ্বর, সর্দি ও কাঁশি উপশম নিয়ে নিজে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গিয়ে ভর্তি হন। ৬দিন পর তার শরীরে করোনার পজেটিভ রির্পোট আসে।

এদিকে উক্ত ব্যক্তি যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানে ৪ টি বাসা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। রাতে উক্ত এলাকায় উপস্থিত হন মডেল থানার পুলিশ, ইউএনও'র প্রতিনিধি স্বাস্থ্য কমপ্লেসের ডাক্তারবৃন্দ। উল্লেখ যে, এ পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় মোট ৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

আরও খবর

Sponsered content

Powered by