রাজশাহী

সুজানগরে গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিল পুলিশ

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৭:৫০:৫৬ প্রিন্ট সংস্করণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার সুজানগর উপজেলার এক অসহায় গৃহহীন পরিবারের দুর্দশা ঘোচাল বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সুজানগরের হত দরিদ্র ছাত্তার-মনোয়ারা দম্পতিকে নতুন ঘর উপহার দিলেন তারা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে ও সুজানগর থানা পুলিশের বাস্তবায়নে মানিকহাট পশ্চিমপাড়া গ্রামে নতুন এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাসুদ আলম।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও থানার সাব ইন্সপেক্টর (এস আই) মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, এস আই মাহমুদুল হক,রাশিদুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ন

তুন ঘর পেতে বড় বাধা ছিল ছাত্তার-মনোয়ারা দম্পতির নিজেদের কোন জায়গা ছিলনা। বসবাস করতেন সরকারি মুজিব বাঁধের জায়গায়। এ অবস্থায় হত দরিদ্র অসহায় পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়ান মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি।

নিজেদের পৈত্রিক দুই শতক জায়গা দিয়ে সেই সমস্যা দূর করলেন। চেয়ারম্যান দিলেন জায়গা, পুলিশ দিল নতুন ঘর এভাবেই দুর্দশা দূর হলো অসহায় পরিবারটির।

 

আরও খবর

Sponsered content

Powered by