দেশজুড়ে

সুন্দরবনের দুবলায় রাস উৎসবের প্রস্তুতি সভা, হচ্ছে না রাসমেলা

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ৬:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ

সুন্দরবনের দুবলায় রাস উৎসবের প্রস্তুতি সভা, হচ্ছে না রাসমেলা

সুন্দরবন সংলগ্ন দুবলার চরের আলোরকোলে ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।

তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের ওই সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে। উৎসবকে ঘিরে হচ্ছে না রাসমেলাও।

রোববার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার, বিভাগীয় বন কর্মকর্তা ও রাস উৎসব কমিটিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী এ রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য। জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের ওই সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে, উৎসবকে ঘিরে হবে না রাসমেলা বলে সিন্ধান্ত নেওয়া হয়।

রাস উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয়ভাব ধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসসমৃদ্ধ কথা বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় রূপান্তরিত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করে থাকে।

আরও খবর

Sponsered content

Powered by