আন্তর্জাতিক

সেনাপ্রধান আমাকে হত্যা করতে চেয়েছিলেন: ইমরান

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৯:৩৮:৫৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধান তাকে হত্যা করতে চেয়েছিলেন এবং দেশে জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান লাহোরে বেসরকারি বোল নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, জেনারেল বাজওয়া অবসর নেওয়ার কারণে তাকে অনেকে তাকে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করতে বলছেন। কিন্তু জেনারেল বাজওয়া যে অপরাধগুলি করেছিলেন তা ধামাচাপা দিতে পারেননি।

তিনি বলেন, ‘জেনারেল বাজওয়া আমাকে মৃত চেয়েছিলেন।’

আরও খবর

Sponsered content

Powered by