বাংলাদেশ

স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২১ , ৫:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

অবশেষে টিকার আওতায় আসছে স্কুল শিক্ষার্থীরা। মানিকগঞ্জের দুটি স্কুলে পরীক্ষামূলকভাবে এ টিকা দেওয়া শুরু হয়েছে। স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহ‌রের সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী, সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী‌, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by