আইন-আদালত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে আটক ৩

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ৫:২৭:৩২ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে আটক ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪০ কেজি গাজা উদ্ধার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

সোমবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে নাটোরের সিংড়া উপজেলার লালোর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

আটককৃতরা হলেন- মৃত নুরুজ্জামানের ছেলে নুর আলিম সরকার মিলন (৩৭), আবু হোসেনের ছেলে মোমিনুল ইসলাম (৩৬), জয়নাল আবেদীনের ছেলে হোসাইন আহম্মেদ (২৩)। তারা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে- এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি সরকারি গাড়িতে তল্লাশি করে গাড়ির মাঝখানে সিটের পেছনে রক্ষিত পাঁচটি বড় প্লাস্টিক বস্তার ভেতর থেকে ১৫০ কেজি গাঁজা এবং অপর একটি মাইক্রোবাসে তল্লাশি করে পেছনের সিটের ওপর থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ২৪০ গাঁজা কেজি এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচার করা হচ্ছে। এর আগেও এভাবে সরকারি স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ধরা হয়েছে। মাদক চোরাকারবারীরা নতুন এই পদ্ধতি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চলাচ্ছে। আমরা এ বিষয়ে আরও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছি। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by