দেশজুড়ে

স্বরূপকাঠিতে সরকারিভাবে ধান ক্রয় কর্মসুচি শুরু

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৫:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারিভাবে বোরো ধান ক্রয় কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে ইন্দুরহাটের খাদ্যগুদামের সামনে  কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয় করে কর্মসুচীর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

সময় ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথখাদ্যগুদাম গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম আব্দুল মন্নান মৃধা জানান, সরকারিভাবে প্রতি কেজি ধান ২৬ টাকা হিসোবে প্রতিমন ১০৪০ টাকায় ক্রয় করা হচ্ছে। উল্লেখ্য, বছর লটারীর মাধ্যমে বাছাইকৃত ৩৯১ জন কৃষকের কাছ থেকে ৬৪৪ মে.টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by