ময়মনসিংহ

বকশীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৭:৪৮:২৩ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর বকশীগঞ্জে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে তার মধ্যে বঙ্গমাতার সমগ্র জীবনের উপর প্রবন্ধ উপস্থাপন, আলোচনা অনুষ্ঠান, দোআ ও স্মৃতিচারণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষিত দরীদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আ:হামিদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by