রাজশাহী

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নয়শীল দেশে উত্তরণ করায় সাপাহারে র‌্যালি ও আলোচনা সভা

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৮:০৮:৪৬ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নয়শীল দেশে উত্তরণ দেশব্যাপী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে নওগাঁর সাপাহারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ফিতা কেটে মেলায় প্রবেশ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রদর্শনী চিত্র পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার অনলাইনে যুক্ত থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by