বাংলাদেশ

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করতে সংখ্যালঘুদের ওপর হামলা’

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৭:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করতে সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

দেশ নিয়ে নানাভাবে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘ভাস্কর্যের বিরোধীতায় মৌলবাদী গোষ্ঠীর পালে হাওয়া দিয়েছে বিএনপি-জামাত।’

তিনি বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরভাবে দমন করা হবে।

সেসময় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান হাছান মাহমুদ।

আরও খবর

Sponsered content

Powered by