বাংলাদেশ

হেফাজত নিষিদ্ধের দাবি ওলামা লীগের

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২১ , ৮:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হেফাজত ও জামায়াতে ইসলামকে নিষিদ্ধের দাবি জনিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। সংগঠনটির নেতারা বলেছেন, মোদির বিরোধিতা করতে গিয়ে হরতাল করে, সহিংসতা করে এবং পুলিশের ওপর আঘাত করে জাতীয় সম্পদ নষ্ট করে হেফাজতিরা মুরতাদ হয়েছে। অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি পীরজাদা মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আবদুস ছাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, করোনার নামে বিএনপি-জামায়াতের দূরভিসন্ধিমূলক প্রচারণায় লকডাউনের ফাঁদে সরকারকে পা দেওয়া যাবে না। মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ ইফার এ কুফরি ফতোয়া অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এছাড়া মুজিব শতবর্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ একর জায়গা জুড়ে পৃথিবীর সর্বোচ্চ ১৫০ তলা মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে। এছাড়া ৭ মার্চের ভাষণের স্থানে সর্বোচ্চ মিনার তৈরি করতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by