বিজ্ঞান ও প্রযুক্তি

ফলোয়ার কমে যাওয়া নিয়ে যা বললো ফেসবুক

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৭:৩৬:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিশ্বজুড়ে অনেক ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা অজানা কারণে কমে যাওয়ায় তোলপাড় শুরু হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে এ সমস্যার সমাধানে কাজ শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে ফেসবুকের এক মুখপাত্র জানান, কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে বিভ্রান্তিকর ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব এটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি এবং যেকোনও ধরনের বিভ্রাটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

ইতোমধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা আগের অবস্থায় ফিরে এসেছে। অথচ আজ  বুধবার (১২ অক্টোবর) দুপুরেও তার ফলোয়ার সংখ্যা ছিল মাত্র ১০ হাজার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১১ কোটি কম। জাকারবার্গের ফলোয়ার সংখ্যা আগের অবস্থায় ফিরে আসায় ধারণা করা হচ্ছে, দ্রুতই অন্যদের ক্ষেত্রেও সমস্যাটির সমাধান হবে। এরই মধ্যে হারানো ফলোয়ার ফিরেছে।

এর আগে বিভিন্ন দেশে ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা হঠাৎ করেই কমতে শুরু করে। তবে ঠিক কী কারণে এমনটি হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content

Powered by