চট্টগ্রাম

১৫ হাজার টাকা জরিমানা গুনলো ফুলকলি

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫২:২১ প্রিন্ট সংস্করণ

১৫ হাজার টাকা জরিমানা গুনলো ফুলকলি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অবস্থিত মিষ্টি জাতীয় পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ফুলকলিকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক। ওজনে কারচুপির অভিযোগে এ জরিমানা করা হয় বলে অভিযানসূত্রে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক বলেন, একজন ভোক্তার কাছ থেকে মিষ্টি ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে আমরা আজ ফুলকলি সুইটসে অভিযান চালাই। আমরা অভিযোগের প্রমাণও পেয়েছি। তাই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদে কারচুপি, খাবারে নিম্নমানের কাঁচামাল ব্যবহার ও লেভেলিং প্রবিধিমালা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

আরও খবর

Sponsered content

Powered by