বিনোদন

১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারে

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ১২:১৮:৪০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

অবশেষে সারা দেশে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হবে। প্রদর্শক সমিতির সদস্যদের উপস্থিতিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার দুপুরে তথ্যমন্ত্রণালয়ে এ ঘোষণা দেন।

প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন-সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলসহ অনেকে। বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার কারণে বাধ্য হয়েই সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। তবে এ সময় সরকার হাত-পা গুটিয়ে বসে থাকেনি বরং দ্বিগুণ গতিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা সিনেমা হল এবং টোটাল ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। ইতোমধ্যেই সবকিছু আপনারা অবগত হয়েছেন।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘হল খোলার ঘোষণা দেওয়া মানে এই নয় দেশ করোনমুক্ত হয়ে গেছে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হল খুলতে হবে। এ ব্যাপারে আমরা নজরদারি করব।’

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাস্তবিক অর্থে কোনো ধরনের প্রণোদনা দিচ্ছে না সরকার তবে প্রধানমন্ত্রী ঘোষিত “বিশেষ তহবিল” কোনভাবেই প্রণোদণা থেকে কম নয় বরং কিছুক্ষেত্রে এর বহুমুখি সুবিধা সিনেমা হল মালিকরা গ্রহণ করতে পারবে।’

মন্ত্রীর কথায় এ সময় একমত পোষণ করে প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্ববিবেচনায় আমাদের যা দিচ্ছেন এতে সিনেমা হল মালিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ এই তহবিলটি দ্রুত ছাড় পেলে আশা করছি ২০২১-এ আমাদের মহান নেতার জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার অর্ধশত বছরকে কেন্দ্র করে আর্ন্তজাতিক মানের যে ছবিগুলো নির্মাণ হতে যাচ্ছে সেগুলো দর্শক উপভোগ করতে পারবেন।’

হল খোলার ঘোষণা সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম এবং পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন। তারা জানান, ৬ মাস ২৭ দিন! অনেকটা সময়। আশা করছি, হল খোলার ঘোষণা সিনেমা নির্মাণে জোয়ার বইবে। অনিশ্চয়তা কাটবে প্রযোজক-নির্মাতাদের।

Powered by