চট্টগ্রাম

২ বাসের প্রতিযোগিতায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২১ , ৪:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে একুশে এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সায়মুনা (২০), সেলিনা আক্তার (৪৫) ও তার স্বামী রুহুল আমিন (৬৫)। নিহত ৩ জনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ।

তিনি বলেন, হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার সময় একুশে এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম দম্পতি ঘটনাস্থলেই মারা যান।

পরে হাসপাতালে নেওয়ার পথে সায়মুনা আক্তার নামে আরেক কলেজছাত্রীও মারা যায়। বাস ও আটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক খোকন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by