বরিশাল

পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষনে মতবিনিময় সভা

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২১ , ৭:১৪:২৯ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার্থে ও প্লাস্টিক দূষণ রোধে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহ-ব্যবস্থাপনা কমিটির সাথে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) অ্যাক্টিভিটি ওয়ার্ল্ডফিশ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার শেষ বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা বন-সংরক্ষক মো. তারিকুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান্নেসা, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক সুজন মৃধা, ইকোফিশ-২ ওয়ার্ল্ড বাংলাদেশ পটুয়াখালীর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, জেলেদের সংগঠন আশার আলো সমবায় সমিতির নিজাম শেখ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content

Powered by