প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৯:৩৬:১১ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতনিধিঃ কক্সবাজার সমুদ্র সৈকত করোনাভাইরাসরে কারণে এখন ফাঁকা।পর্যটকদের সৈকত ঘোরাঘুরিতে রয়েছে কড়া নিষেধাজ্ঞা। এ কারণে ব্যস্ত এই সৈকতের দৃশ্যপট এখন পুরোপুরি পাল্টে গেছে। প্রকৃতি যেন প্রাণ ফিরে পাচ্ছে। কয়েকদিন আগেই সৈকতের খুব কাছরে সমুদ্রে দখো মিলেছিলো ডলফিনের ঝাঁকরে। এবার দখো মলিল গাঙচলিরে ঝাঁকের।
পর্যটকের ভিড় না থাকায় অসময়ে এত সংখ্যক গাঙচলি একসঙ্গে ওড়াউড়ি করছে সৈকতে। গতকাল কক্সবাজার শহররে দরিয়া নগর সমুদ্র সৈকতের বড়ছরা খালরে মোহনায় দখো মলিছে গাঙচলিরে ঝাঁকরে। এ দৃশ্য অনকেরে নজর কাড়।গাঙচিলের ওড়াউড়রি দৃশ্য ভডিওি ধারণ করনে প্রকৃতপ্রিমেী সাংবাদকি আহমদ গয়িাস। তাঁর এ ভডিওি অনলাইনে আপলোড করলে পোস্টটি ব্যাপক সাড়া ফলে। এছাড়া সাগরলতাও দেখে যাচ্ছে বালিয়াড়িতে। তাই প্রকৃত পক্ষে এখন দেখা মিলছে অন্যরকম এক সমুদ্র সৈকত। এই যেন এক অন্যরকম সৌন্দর্য।