চট্টগ্রাম

শিক্ষাকে আধুনিক যুগোপযোগী করে তোলার কাজ চলছে : চসিক মেয়র

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৬:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ

শিক্ষাকে আধুনিক যুগোপযোগী করে তোলার কাজ চলছে : চসিক মেয়র

শিক্ষাকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলার কাজ চলছে। প্রযুক্তি নির্ভর শিক্ষাকে আত্মস্থ করার বিকল্প নেই। শিক্ষক শিক্ষার্থী সবাইকে নতুন শিক্ষা পদ্ধতির সাথে খাপ খাওয়াতে সময় লাগলেও তা বাস্তবায়িত হলে কর্মমুখর স্বদেশ গঠন অসম্ভব নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।

সোমবার (১১ ডিসেম্বর) হাজেরা তজু ডিগ্রী কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাইতো ভবিষ্যতে বিভিন্নভাবে নেতৃত্ব দিবে, তাই ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ খায়রুল বাশার, হাজেরা-তজু ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিকী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী, হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, উপাধ্যক্ষ এস এম আইয়ুব, হাজেরা-তজু ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কুতুব উদ্দিন।

আরও খবর

Sponsered content

Powered by