বিনোদন

দুই দিনে ২৫০ কোটি আয় করল এই সিনেমা 

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ৬:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

দুই দিনে ২৫০ কোটি আয় করল এই সিনেমা 

মুক্তি পেতে দেরি সিনেমা হলে তাণ্ডব চালাতে দেরি করেনি দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সিনেমা ‘দেভারা: পার্ট ওয়ান’। দুই দিনে বক্স অফিসে তুলে নিয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দেভারা: পার্ট ওয়ান’। মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৪৩ কটি রুপি। এরমধ্যে ভারত থেকে তুলেছে ১০০ কোটি। 

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিন বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ছিল ৭৬ কোটি রুপি। সিনেমাটির প্রথম দিনের আয়ের বড় অংশই এসেছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। প্রায় ৮০ শতাংশ ।

এনটিআর জুনিয়রকে সবশেষ দেখা যায় ‘আরআরআর’ সিনেমায়। এরপর কেটে গেছে দুই বছর। কিন্তু পর্দায় ফেরেননি নায়ক। ফলে অনুরাগীদের অপেক্ষার প্রহর কাটছিল না। তা এবার সুদে আসলে পুষিয়ে দিচ্ছেন ‘দেভারা: পার্ট ওয়ান’দিয়ে। 

এদিকে ছবিটিতে দক্ষিণের পাশাপাশি রয়েছে বলিউড সংযোজন। কেননা এতে অভিনয় করেছেন নবাবপুত্র সাইফ আলী খান এবং শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। সাইফকে খল চরিত্রে দেখা গেছে। জাহ্নবীর চরিত্র এনটিআরের মতোই গুরুত্বপূর্ণ। তেলেগু নির্মাতা কোরাতাল শিবা পরিচালনা করেছেন ‘দেভারা: পার্ট ওয়ান’।

আরও খবর

Sponsered content