প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৩:১৪:০৪ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পোরশায় ৯০ বোতল ফেন্সিডিলসহ মকবুল হোসেন ধলু (৩৫) ও মনিরুল ইসলাম মনি (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানাপুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ছাওড় দক্ষিণ লক্ষিপুর ঝরনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঁশরইল (বিজিপুর) গ্রামের মৃত মোস্তফা ও মৃত ফুল মোহাম্মদের ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় ফোর্সসহ এসআই শিতল কুমার অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করেন। এসময় তারা আড্ডার দিক থেকে অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে নিয়ামতপুরের দিকে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটকদের মঙ্গলবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।