প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৪:২৬:৪৬ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ৩৬ বোতল ফেনসিডিলিসহ সোহেল রানা (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় সাদ্দাম (৩২) নামে অপর এক ব্যবসায়ী পলিয়ে যায়। আটক সোহেল উপজেলার চক বিষ্ণুপুরের আব্দুল জব্বারের ছেলে ও পলাতক সাদ্দাম দুয়ারপাল গ্রামের আব্দুল গণির ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার এসআই জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার সন্ধায় অভিযান চালিয়ে উপজেলার কলোনী বাজার আফজালের হাড়িপাতিলের দোকানের সামনে থেকে সোহেলকে আটক করে। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, আটক সোহেল একজন ফেনসিডিল ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় বিশেষ আইনে মামলা হয়েছে। সোহেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং সাদ্দামকে ধরার চেষ্টা চলছে।