প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ২:৫০:০৯ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিযে শেষ হযেছে শারদীয় দুর্গোৎসব । উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলোতে দেখা গেছে প্রতিমা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সোমবার সকাল থেকেই ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে পৌর এলাকার পূজা মন্ডপের প্রতিমাগুলো ঢাকা-ঢোল পিটিয়ে, সানাই আর শঙ্খ বাজিয়ে নারী-পুরুষ নেচে গেয়ে একে একে হাজির করা হয়। সনাতন ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের হাজার হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ।
এবার ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে অধিকাংশ প্রতিমা বিসর্জন দেয়া হয়। ফুলবাড়ী পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. নিরঞ্জন কুমার রায় জানান, সকল পূজা মন্ডপে পূজা শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক আইনশৃংখলা বাহিনী, নিজস্ব তদারকি ও স্বেচ্ছাসেবী বাহিনী নিয়োজিত ছিল। সব মিলিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।