প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৫:০৩:০৫ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রিত বানভাসি প্রায় পাঁচশত পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরি পলিন। মঙ্গলবার রাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বানভাসি মানুষদের মাঝে তিনি ওই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরি পলিন বলেন, মানুষ মানুষের জন্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন সামান্য সৈনিক হিসেবে অসহায় মানুষের পাশে দ্াড়ানো আমার নৈতিক দায়িত্ব।