বরিশাল

বরগুনায় করোনায় কর্মহীন হয়ে পড়া পবনকে রিক্সা উপহার দিলেন জেলা প্রশাসক

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৪:২৫:৫৯ প্রিন্ট সংস্করণ

বরগুনা সংবাদদাতাঃ

বরগুনার পৌরসভার বাসিন্দা হতদরিদ্র পবন করোনায় কর্মহীন হয়ে পড়ায় রিক্সা উপহার দিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আজ বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মহীন হয়ে পড়া পবনকে রিক্সা হস্তান্তর করা হয়েছে। পবনের বাড়ি বরগুনার বটতলায়। তিনি ১০ বছর যাবত স্কুলের ভ্যান চালকের কাজ করতেন। করোণা মহামারীর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চার সদস্যের সংসার নিয়ে বিপাকে পড়ে যান পবন।

তার সম্পদের মধ্য ছিল একটি ভ্যান শেষ পর্যন্ত ভ্যানটি বিক্রি করে দিয়ে অসম্ভল হয়ে পড়েন পবন। দেনা করে যখন জীবনের বোঝা চালিয়ে নেয়ার মতো কোন পথ খুঁজে পাচ্ছিলেন না। তখন দ্বারস্থ হন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর। পবনের অসহায় জেলা প্রশাসকে ব্যথিত করলে অনতি বিলম্বে পায়ে চালিত একটি রিকশা পবনকে আজ হস্তান্তর করেন।

আরও খবর

Sponsered content