বরিশাল

বরগুনায় স্বামী কর্তৃক স্ত্রীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৪:৫৫:১২ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় স্বামী কর্তৃক স্ত্রীকে একাধিক মামলা দিয়ে হয়রানির বিচারের দাবিতে বরগুনা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী গৃহবধূ কামরুন নাহার আইরিন। সকাল ১০টায় বরগুনা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালে বিবাহর পরে থেকেই যৌতুকের দাবিতে স্বামীর অমানুষিক নির্যাতন শুরু হয়। নিরুপায় হয়ে স্বামীর বিরুদ্ধে আমতলী ম্যাজিস্ট্রেট কোট ঈজ-৩৯৫/১৯ যৌতুকের মামলা করে নির্যাতিত গৃহবধূ।

এরপর থেকে একাধীক মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করে পাষান্ড স্বামী। যাহার মামলা নং এমপি-৫৯৬/১৯, এমপি-৪৩৯/২০, তিনি নিজে করে খান্ত হয়নি তার ভাগিনা সুমনকে দিয়ে মামলা নং ১০/২০, মোকদ্দমা নং ১/১৯ মামলা করেন, এবং রুহুল আমিনকে বাদী করিয়া মোকদ্দমা নং ২/১৯ মামলা করেন, তার আত্মীয় শাজাহানকে বাদী করিয়া এমপি-৮৭৮/১৯ এবং এমপি-৫৮৮/১৯ দুইটি মামলা করেন এতে খালাস পান গৃহবধূ। পরে রহিমাকে বাদী করিয়া এমপি-৯৩/১৯ মামলা করেন সে মামলায়ও খালাস পান গৃহবধূ।

কামরুন নাহার আইরিন মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে বাচতে চায় ও স্বামীর অধিকার ফিরে পেতে চান। জানা যায় সরোয়ার আলম পান্না স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলায় কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পায়। শর্ত হচ্ছে স্ত্রীর খোঁজখবর নেবে, ভরণপোষণ দেবে এবং কোন যৌতুক দাবী করিতে পারিবে না। সেই শর্ত ভঙ্গ করে স্ত্রীর বিরুদ্ধে একাধীক মিথ্যা মামলা দেয়। এ ব্যাপারে সরোয়ার আলম পান্না আইনে চ্যালেঞ্জ করবেন বলে জানান।

 

আরও খবর

Sponsered content