রাজধানী

মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ২:০০:৩৪ প্রিন্ট সংস্করণ

মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন

রাজধানীতে মেট্রোরেল চলাচল আবারও ব্যাহত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘পল্লবী থেকে মিরপুর-১১ স্টেশনের মধ্যবর্তী বৈদ্যুতিক লাইনের ওপর বাহির থেকে একটি তার নিক্ষেপ করা হয়। সেটি অপসারণের জন্য আজ দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’  প্রাথমিকভাবে জানা গেছে, মিরপুর এলাকায় মেট্রোরেল লাইনের উপর ডিশ সংযোগের একটি কেবল পড়েছিল। মেট্রোরেলে ব্যবহৃত বিদ্যুৎ পরিবাহী তারকে ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেম’ বলা হয়, যার মাধ্যমে ট্রেনে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, দুপুর পৌনে একটার দিকে ডিশের কেবলটি সরানোর কাজ চলছিল এবং অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content