রাজধানী

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ২:৫০:০৩ প্রিন্ট সংস্করণ

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত  আবুল কালাম আজাদের পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এই নোটিশ পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (বা সিনিয়র সচিব) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে পাঠানো নোটিশটি প্রেরণ করেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এর মধ্যে একটি প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নোটিশে আরও বলা হয়, নিহত আবুল কালাম আজাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি স্ত্রী, দুই শিশু সন্তান ও পড়াশোনারত ছোট ভাইকে নিয়ে সংসার চালাতেন। মেট্রোরেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। নোটিশে অভিযোগ করা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের স্থাপনা ও যন্ত্রাংশ নিয়মিত রক্ষণাবেক্ষণ করেনি এবং ত্রুটিপূর্ণ অবস্থায় পরিচালনা করেছে, যার ফলে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

আইনজীবী এনামুল হক নবীন নোটিশে আরও উল্লেখ করেন, “নিহতের পরিবারকে মেট্রোরেল কর্তৃপক্ষ মাত্র  ৫ লাখ টাকা সরকারি সহায়তা এবং একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অবমাননাকর।”  তিনি বলেন, “নিহতের পরিবারের জীবিকা নির্বাহ ও ন্যায্য ক্ষতিপূরণের জন্য ৩০ দিনের মধ্যে ১০ কোটি টাকা ও স্থায়ী চাকরির ব্যবস্থা না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content