প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৮:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার আমিনবাজারে রাঝধানীর প্রবেশদ্ধারসহ বেশ কয়েকটি পয়েন্টে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডউন কারা হয়েছে। নভেলা করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব ও সংক্রামন ঠেকাতে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । গতকাল সোমবার দুপুরে সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বিষয়টির নিশ্চিত করে বলেন, রাজধানীসহ আশে পাশের জেলা ও উপজেলার সঙ্গে সড়ক পথ বিচ্ছিন্ন করা হয়েছে । যাতে অন্য জেলা বা উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ভাইরাস ছড়াতে না পারে । একই সাথে সাভার উপজেলার লোকজন অন্য স্থানে ও অন্য স্থানের লোকজন সাভারে প্রবেশ করতে পারবে না বলে জানান তিনি । এসময় তিনি আরো বলে , সাভারকে করোনামুক্ত রক্ষার্থে আমিন বাজার বর্ডার ,কাউন্দিয়া সীমান্ত,ভাকুর্তার মোগরাকান্দা ,বটতলা হযরতপুর ব্রীজ সকল ইউপি চেয়ারম্যানকে লকডাউন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এদিকে সাভার উপজেলার আশ পাশের কয়েকটি উপজেলার করোনা রোগী সনাক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।