প্রতিনিধি ৪ মে ২০২০ , ৭:১৮:২৮ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার ৪ হাজার পরিবারের মাঝে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষ থেকে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবি ও সোমবার ওই ত্রান সামগ্রী দলীয় নেতাকর্মীরা উপজেলার পৌরসভা ও ১০ টি ইউনিয়নের বিভিন্ন স্পটে বিতরণ করেন। মন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যাক্তিগত তহবিল থেকে এটি দ্বিতীয় পর্যায়ে ত্রান সামগ্রী বিতরণ।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, আলু, মসুর ডাল, তেল,ছোলা, চিনি ও চিড়া রয়েছে।
মন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।