প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৬:২১:৪২ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারীর মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৪০৬ টি মসজিদে সরকার ঘোষিত অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মসজিদ কর্তৃপক্ষের হাতে ওই অনুদানের নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। ইসলামী ফাউন্ডেশনের আওতাধীন ৪০৬টি মসজিদে মোট ২০ লাখ ৩০ হাজার টাকা বিতরন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুদান বিতরণের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।