রাজশাহী

অবৈধ খাদ্য মজুদদার দেশ ও জনগনের শত্রু : খাদ্য মন্ত্রী

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৪:১৯:০০ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর খাদ্য গুদাম পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। পরিদর্শন শেষে তিনি বলেন, যারা খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা দেশ ও জনগনের শত্রæ। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। ধান,চাল সংগ্রহে মান নিয়ন্ত্রনে কোন আপোষ করা হবেনা। বৈধ লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করতে পারবেন না, সে ব্যক্তি যে দলেরই হন না কেন আইনের উর্ধ্বে কেউ না। যে সকল লাইসেন্সধারী মিলারগণ এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হন নাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো: মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ হোসেন পাটওয়ারী। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্য পরিদর্শক মোঃ ইয়াকুব আলী, কারিগরি পরিদর্শক মোঃ ওলিউর রহমান, উপ খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীলসহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by