দেশজুড়ে

অবৈধ ড্রেজার মেশিন জব্দ, আটক-৭

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৫:২৯:০৮ প্রিন্ট সংস্করণ

অবৈধ ড্রেজার মেশিন জব্দ, আটক-৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে জড়িত থাকা ৭ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- শাহ আলম (২৫),আলী আজগর (৩৫),শুক্কুর আলী (৫০),খাইরুল কবীর (৩৮),নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া (১৯), আল আমিন( ১৮)

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া (ছোট মেরাসানী) সংলগ্ন তিতাস নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৭ জন ব্যক্তিকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় আটক ৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন। এসময় থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
পরে ড্রেজিং এর কাজে ব্যবহৃত একটি মাটি কাটার মেশিন উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by