খেলাধুলা

অভিষেকে প্রথম ওভারেই উইকেট নিলেন খালেদ

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৩৩:০৩ প্রিন্ট সংস্করণ

অভিষেকে প্রথম ওভারেই উইকেট নিলেন খালেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে অভিষেক হওয়া খালেদ আহমেদ নিজের প্রথম ওভারেই চ্যাড বসকে (১৪) আউট করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে নিউজিল্যান্ড।

এর আগে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারে শূন্য রানে থাকা উইল ইয়ংকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে বিদায় করেন তিনি। এরপর ১২ রানে থাকা ফিন অ্যালেন ক্যাচ তুলে দেন স্লিপে সৌম্য সরকারের হাতে।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন হয়েছে। তানজিম হাসান সাকিবের জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। এছাড়া বাদ পড়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

আরও খবর

Sponsered content

Powered by