খেলাধুলা

ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন বেন স্টোকস

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৬:০৩:৫৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

সবাইকে চমকে দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংবল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। আগামিকাল, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটাই হতে চলেছে ৩১ বছর বয়েসের স্টোকসের শেষ ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। জো রুটের জায়গায় ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব নিয়ে ইংল্যান্ডকে দারুণ জায়গায় পৌঁছে দিয়েছেন স্টোকস। ইয়ন মর্গ্যানের অবসরের পর অনেকে ভেবেছিলেন ওয়ানডে-তে স্টোকসেই দায়িত্ব দেওয়া হবে। কিন্তু না। সেসব তো হলই না, বরং সরাসরি ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

২০১১ সালের ২৫ অগাস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। অ্যান্ড্রু ফ্লিনটফের যোগ্য উত্তরসূরি হিসেবে তাঁকে মনে করা হত। কিছু ক্ষেত্রে তিনি ফ্লিনটফকে ছাপিয়ে বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচ উইনার হয়ে উঠেছেন। টেস্ট ও টি টোয়েন্টি-তে আরও মনোনিবেশ করতেই ওয়ানডে থেকে তিনি সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।

Powered by