বাংলাদেশ

আইজিপি বললেন, প্রশ্নটি সৌজন্যহীন-আক্রমণাত্মক-খারাপ ধরনের

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২০ , ৩:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ

ছবি: ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নকে সৌজন্যহীন, আক্রমণাত্মক ও খারাপ ধরনের বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে রাজশাহী নগর পুলিশের ‘অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং ডাটাবেজ ও হ্যালো আরএমপি’ আ্যপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন শুনে এ মন্তব্য করেন তিনি।

অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকরা আইজিপির কাছে মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে তৎকালীন কক্সবাজারের ও বর্তমানে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ সম্পর্কে জানতে চান।

তখন আইজিপি বলেন, প্রশ্নটি সৌজন্যহীন, আক্রমণাত্মক ও ধরন খারাপ। পরে তিনি বলেন, এটা আদালতের বিষয়।

এ সময় তিনি বলেন, পুলিশে মাদকসেবীদের প্রয়োজন নেই ও কোনো স্থান নেই। ডোপ টেষ্ট হচ্ছে ঘর পরিচ্ছন্ন অভিযান। এটা বাহিনীর সকলের জন্য প্রযোজ্য এবং এটি অব্যাহত থাকবে। আমরা আমাদের নিজ বাহিনী দিয়ে তা করতে চাই।

আরও খবর

Sponsered content

Powered by