দেশজুড়ে

আটরা-গিলাতলায় খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৯ মে ২০২০ , ৭:২২:৫৭ প্রিন্ট সংস্করণ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা আসনের সংসদ সদস্য সাবেক মৎস প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেনকরোনা ভাইরাসের প্রার্দূভাবে বিশ্ব এখন ক্রান্তিকাল সময় কাটাচ্ছে বহি.বিশ্বের মতো বাংলাদেশে এই সংক্রামক ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্থরের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং কর্মহীন অসহায় নিন্ম আয়সহ বিভিন্ন পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

দেশের এই পরিস্থিতিতে সাধারণ অসহায় মানুষ যাতে খাদ্যের অভাবে মারা না যায় সে জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ব্যপোক ত্রাণ তৎপরতার পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করেছে যার সুফল তৃর্ণমূল থেকে শুরু করে সর্বস্থরের মানুষ পেতে  শুরু করে করেছে তিনি সরকারের পাশাপাশি এই সকল অসহায় মানুষের সাহায্যে দেশের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানানতিনি শনিবার সকাল সাড়ে ১০টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের গিলাতলা , ৩নং কলোনীর হতদরিদ্র ৩শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন

সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার . রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহম্মেদ, ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, এস এম বদরুজ্জামান, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল কুমার বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি সদস্য শিরিন আক্তার, আম্বিয়া বেগমআছিয়া বেগম, এস এম বখতিয়ার পারভেজ, মো. মঞ্জুরুল ইসলাম, শেখ আব্দুস সালাম, মাহমুদ হাসান, খোকন নন্দী, গোলাম মোস্তফা. খান হাফিজুর রহমান, মোল্যা সোহরাব হোসেন, নবীরুল ইসলাম রাজা, কাজী আজাদুর রহমান হিরক ওয়ার্ডের মেম্বর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by