দেশজুড়ে

আটোয়ারীর রাধানগরে ইউপি চেয়ারম্যনের নিয়ন্ত্রণে টিসিবির পণ্য বিক্রি

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৭:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (প গড়) প্রতিনিধি : প গড়ের আটোয়ারীতে বেশ কিছুদিন হতে ৫জন টিসিবি ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে সোয়াবিন তৈল, ছোলা, চিনি ও মুশারী ডাল উপজেলার বিভিন্ন হাট বাজার ও প্রতিষ্ঠানে বিক্রি করে আসছে। উপজেলা প্রশাসন ডিলারদের নিয়মিত বিতরণ কার্যক্রম তদারকি করে আসছেন। বিতরণের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিলারদের বরাবরই সহযোগিতা করছেন। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে টিসিবি পণ্য ক্রেতারা কোন ক্রমেই মানছেন না শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি। ডিলাররা বিতরণে অনেক সময় হিমসিম খাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে রাধানগর ইউনিয়ন পরিষদ মাঠে এসএ এন্টারপ্রাইজ কর্তৃক প্রায় তিনশত ক্রেতার কাছে টিসিবির পণ্য সুশৃঙ্খলভাবে বিক্রি করা হয়। দেখা গেছে, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ নিজেই পরিষদের গেটে দাড়িয়ে পুরুষ এবং মহিলাদের পৃথক পৃথকভাবে টিসিবি’র পণ্য ক্রয়ে সুবিধা করে দিয়ে গেট নিয়ন্ত্রণ করছেন। টিসিবি পণ্য বিক্রেতাসহ সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানের সহযোগিতায় রাধানগর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে টিসিবির পণ্য সুশৃঙ্খলভাবে বিতরণ করতে পারায় চেয়ারম্যান আবু জাহেদকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে অন্যান্য এলাকার জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে পণ্য বিতরণে হয়রানি হতে হবে না। চেয়ারম্যান আবু জাহেদ বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় পুলিশ বাহিনী উপস্থিত ছিল। যেহেতু আমার ইউনিয়ন পরিষদের মাঠে বিতরণ হবে সেহেতু আমারও দায়বদ্ধতা আছে। তাই আমি সহ আমার পরিষদের সদস্য ও গ্রাম পুলিশরা সহযোগিতা করেছি। এটা নৈতিক দায়িত্বও বটে।

আরও খবর

Sponsered content

Powered by